নিজস্ব প্রতিবেদক::
বৈশ্বিক মহামারী করোনায় থমকে গেছে গোটা বিশ্ব। গৃহবন্দী হয়েছেন লাখো মানুষ। বন্ধ হয়ে গেছে অনেক মানুষের আয় রোজগার। ঈদ বাজার নিয়ে বিপাকে আছেন অনেক অসহায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবার।
ঠিক এই ক্রান্তি কালে সুনামগঞ্জ কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র স্ব উদ্যোগে রবিবার দুপুরে পৌর শহরের হতদরিদ্র, মধ্যবিত্ত, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ঈদ সামগ্রী বিতরণ করেণ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সম্পাদক মো.বুরহান উদ্দিন, জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাস গুপ্ত, জয়নাল আবেদীন, সানী প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, দেশ এখন একটি কঠিন সময়ে। এই সময়ে হত দরিদ্র মানুষরা খুব কষ্টে আছে। আমাদের সকলকের উচিত সবার নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ান। এই ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সরকারের দেওয়া আদেশ নিষেধ গুলো মানতে হবে। তাছাড়া তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, সেমাই, চিনি, দুধ, আলু, তেল ইত্যাদি।