জগন্নাথপুর টুডে ডেস্ক-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জবাসী সহ সারা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন বৈশ্বিক মহামারীর মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর এসেছে ভিন্ন আঙ্গীকে। আমাদের সবাইকে বাস্তব এ প্রেক্ষাপট মেনে নিয়ে ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্র কে ভালো রাখতে স্বাস্থ্য বিধি মেনে চলার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। তিনি সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন ঈদুল ফিতরের আগমনের মধ্যে দিয়ে ঈদের আনন্দে হারিয়ে যাক সকল দূর্দশা এ কামনা করে মহান আল্লাহ যেন ঈদ উপলক্ষ্যে পৃথিবীকে এই মহামারী থেকে রক্ষা করেন এই দোয়া ও প্রত্যাশা করেন। মন্ত্রী বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতার সহিত দেশের মানুষ কে সকল সঙ্কটে পাশে থেকে নেতৃত্ব দিয়ে নিরলস ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঈদের খুশি ঘরে ঘরে পৌঁছে দিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্হা রাখার আহ্বান জানান।