জগন্নাথপুর টুডে ডেক্স::
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হয়।
শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। অন্যদিকে চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে নিয়মিত আপডেট দেওয়া ওয়ার্ল্ডোমিটার জানায়, চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। আর দেশটিতে মারা গেছেন চার হাজার ৬৩৪ জন।
অপরদিকে বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ১৩৯ জন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, মোট আক্রান্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৯তম। আর মৃত্যুর সংখ্যার হিসাবে বিশ্বে ৩১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
প্রতিবেশী দেশ ভারতে তিন লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৯ হাজার জন।
আর পাকিস্তানে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২ হাজার। মৃত্যু হয়েছে আড়াই হাজার।
করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে ২১ লাখ ১৭ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরো দুই হাজার ৮৫৬ জনের মধ্যে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৪ জন। নতুন মৃত্যু হওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী।
দেশে ৫৯টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৭ হাজার ৮২৭ জন।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।