জগন্নাথপুর টুডে ডেস্ক::
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের দেহের ডান পাশ এখনো অবশ রয়েছে বলে জানিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্মপরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।
তিনি জানান, আগামী শনিবার তার মাথার সেলাই কাটা হতে পারে। সে পর্যন্ত তাকে হাসপাতালের এইচডিইউতেই (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) রাখা হবে। এছাড়া সার্বিকভাবে তার অবস্থা প্রায় স্বাভাবিক রয়েছে। তার পূর্ণ জ্ঞান রয়েছে, পরিবারের সদস্য এবং চিকিত্সকদের সঙ্গে কথা বলছেন। তাকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে।
হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন জানান, ওয়াহিদার ডান পাশে শক্তি নেই, কিন্তু বোধ আছে। চিমটি কেটে ব্যথা দিলে বুঝতে পারেন, স্পর্শ করলে বুঝতে পারেন। কিন্তু হাতে কোনো শক্তি নেই, হাত নাড়াতে পারেন না। ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি দেওয়ার পর শারীরিক অবস্থার কতটুকু উন্নতি হয় সেটা সময় হলে বোঝা যাবে।
গত ২ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ির আঘাতে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
সূত্র: ইত্তেফাক