প্রবাস ডেস্ক:
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের যুব সমাজের উদ্যোগে লন্ডনে সর্ব বৃহৎ যুব সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার (২জুলাই) লন্ডনের অভিজাত অট্রিয়াম হলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেছেন আগামী নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে এবং দেশের উন্নয়নের মহা জাগরনকে অব্যাহত রাখতে হলে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন আওয়ামী লীগ সরকার জনগণের কল্যানে কাজ করার ফলে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রশংসীত হচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের মহোৎসব সারা বিশ্বে ছড়িয়ে দিতে যুব সমাজকেই বেশী করে কাজ করে যেতে হবে।
তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুব সমাজকে এখন থেকে নির্বাচনী প্রচারনায় কাজ করার আহবান জানান। প্রধান আলোচকের বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার সাহসী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করার পাশাপাশি একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের শহর ও গ্রাম গঞ্জে এখন চলছে উন্নয়নের মহোৎসব।
গরীব দু:খী মেহনতি মানুষের কল্যানের পাশাপাশি যোগাযোগ শিক্ষাসহ সর্বোপরী উন্নয়নের ফলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রশংসীত হয়েছেন। সেই সাথে সাফল্যের পুরস্কারও পেয়েছেন। তিনি দেশের এই অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক তার বক্তব্যে আরো বলেন সমাজের প্রতিটি ক্ষেত্রে যুব সমাজের ভ’মিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। তিনি জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জকে একটি আধুনিক এলাকায় গড়ে তুলতে যুবকদের মুখ্য ভুমিকা রাখার আহবান জানিয়ে তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে যুব সমাজ গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে যেতে হবে।
তিনি সমাবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের সহস্্রাধিক যুবকদের প্রতি অফুরন্ত ভালোবাসা জানিয়ে ব্যতিক্রমী মহতী এ আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান।
জগন্নাথপুর পৌরসভার প্রথম প্রশাসক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা আব্দুল মুকিতের সভাপতিত্বে, তারিফ আহমদ ও এম এ সালামের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব জালাল উদ্দিন,
হরমুজ আলী, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল আলী রউফ, মুহিব চৌধুরী, চ্যানেল আই ইউরোপের সিইও রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান কামালী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজহারুল হক শিশু, আব্দুল মুমিন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, জামাল উদ্দিন চৌধুরী মখদ্দুছ, ড. রোয়াব উদ্দিন প্রমূখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কবি মাসুক ইবনে আনিস ।
সমাবেশে বক্তারা বিশাল যুব সমাবেশে পুরো বৃটেন থেকে আগত জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার যুবকদের প্রতি অভিনন্দন জানান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে আগামী জাতীয় নির্বাচনে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানে জোর দাবী জানান।
জ.টুডে- ৬ জুলাই ১৮/বিডিএন