র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২ জুলাই) মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
আটককৃতরা হচ্ছে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও গ্রামের কনা মিয়ার ছেলে ছালেক মিয়া (২৮) ও আব্দুল হেকিমের ছেলে জাহাঙ্গীর আলম (২৬)। র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অথিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১শ ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত ছালেক মিয়া ও জাহাঙ্গীর আলম মৌলভী বাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী।
তারা দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনী ও লোকচক্ষুর আন্তরালে মৌলভী বাজার জেলাসহ বিভিন্ন জেলায় মাদক বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জ.টুডে- ১২ জুলাই ১৮/বিডিএন