জ.টুডে ডেক্্র:
সাউথ লন্ডনের ক্যাম্বারওয়েল এলাকায় ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন। মেট্রো পুলিশ জানিয়েছেন এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) রাত ১২টার পর স্থানীয় ব্রিসবেন স্ট্রীট থেকে ইর্মাজেন্সি সার্ভিস কল করা হলে এয়ার এ্যাম্বুলেন্সসহ পুলিশ উপস্থিত হয়।
তবে ঘটনাস্থলেই কিশোরীর মৃত্যু হয়েছে বলে পুলিশ নিহত কিশোরীর পরিবারের লোকজনকে জানিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনো তার নাম কিংবা ছবি প্রকাশ করা হয়নি।
জ.টুডে ১৩ জুলাই ১৮/ এইচ কে