জ.টুডে ডেক্স:-
বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার খেলা দেখতে যেতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে ‘হত্যা’ করেছেন স্বামী ইব্রাহিম শেখ। বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিশ্বকাপ খেলা দেখতে বাইরে বের হতে চান ইব্রাহিম শেখ। এ সময় তার স্ত্রী লিপি বেগম (২৫) তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে বসেন ইব্রাহিম। এ ঘটনায় নিহত লিপির স্বামী ইব্রাহিমকে পুলিশ গ্রেফতার করেছে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানিয়েছেন লিপি হত্যা কান্ডের বিষয়ে গ্রেফতারকৃত ইব্রাহিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে লিপি বেগমকে পেটে ছুরি চালিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।
জ.টুডে ১৪ জুলাই ১৮/ এইচ কে