টুডে ডেস্ক:
আগামী কাল শুক্রবার থেকে ১৩ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত কঠোর স্বাস্থ্য বিধি মেনে শপিংমল দোকান পাঠ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস জনিত রোগ কোভিট ১৯এর বিস্তার রোধ কল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী/ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক নির্দেশনা জারি করা হয়।
আজ বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপ-সচিব মো: রেজাউল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত আগামী ৯-১৩ এপ্রিল ২০২১ মেয়াধে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাঠ ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্য বিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবং কোভিট ১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারিতি চলমান থাকবে।