র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (১৬ জুলাই) এসএমপি‘র দক্ষিণ সুরমা উপজেলার ঝালোপাড়া গ্রামের অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোর্ট গ্রামের মৃত ইসমাঈলের ছেলে হারুন মিয়া (৫৮), সিলেট জেলার দক্ষিন সুরমা এসএমপির ঝালেপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে সাগর মিয়া (২৪), স্বাধীন (১৯) ও ইপা বেগম (২১)।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এসএমপি‘র দক্ষিণ সুরমা উপজেলার চাঁদনী ঘাটস্থ ঝালোপাড়া ৮০/বি নং বাসার ২য় তালায় কক্ষের সামন হতে একই পরিবারের ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা তাদের নিজ হেফাজতে রেখে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তি
জ. টুডে ১৬ জুলাই ১৮/এইচ কে