স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর হাড়িকোনা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানশীল ব্যক্তিত্ব গয়াছ মিয়া কোরেশীর উদ্যোগে,প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ সৈয়দপুর গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শেখ সালেহ আহমদ ছোট মিয়া।
তরুন সমাজকর্মী মসুদ কোরেশীর তত্ত¡াবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সাফুল , পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ কোরেশী,মনছুর কোরেশী, আনোয়ার কোরেশী, মাওলানা মারজান কোরেশী, নাছির কোরেশী, জয়নুল কোরেশী ও মো: সুজেল মিয়া, সুয়েব কোরেশী , সৈয়দ রাজ্জাক, সৈয়দ রাসেল, মো: সাজাদ মিয়া, সৈয়দ শামীম মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বৈশি^ক মহামারী ভাইরাসের কারণে সারা বিশ^ আজ ক্ষতিগ্রস্থ । দূর্যোগকালীন সময়ে মানবতার কল্যাণে এগিয়ে আসায় যুক্তরাজ্য প্রবাসী গয়াছ মিয়া কোরেশীসহ পরিবারের সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
পরে সৈয়দপুর গ্রামের একশ ত্রিশ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ২০কেজি চাল, ডাল,আলু, পেয়াজ, ভোজ্যতেল ,লবণ সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন মসুদ কোরেশী সহ অন্যান্যরা।