আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রীস শাখার অধিনায়ক আলামিন তালকুদারের একমাত্র মামা সৌদি আরব প্রবাসী মো. মানিক মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্লাবটি।
তিনি মঙ্গলবার সকালে সৌদি আরবের আল জুবাইল জেনারেল হসপিটালে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁহার অকাল মৃত্যুতে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রীস শাখার সভাপতি রাজন তালকদার ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।
সভাপতি রাজন তালকদার শোক বার্তায় বলেন, পরম করুণাময়ের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন তাকে যেনও জান্নাতবাসী করেন, আমিন । (প্রেস বিজ্ঞপ্তি)
জে টু ডে/জে.এম