সর্বশেষ সংবাদ:
জগন্নাথপুরে সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি বিতরণ জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা সামাদ আজাদের ১৪তম মৃত্যু বার্ষিকী আজ

মো: আব্দুল হাই:
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১৪তম মৃত্যু বার্ষিকী আজ শনিবার। আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মুমতাহিনা রীতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় মরহুমের বনানীস্থ কবরে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন এবং আছরের নামাজের পর কলাবাগানস্থ লেকভিউ জামে মসজিদ, লেক সার্কাস কলাবাগানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুম সামাদ আজাদের জন্ম মাটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগ অঁঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সকাল ১১টায় আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুর থানার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামের বাসিন্দা শরিয়ত উল্ল্যাহ ও সুরযান বেগমের গর্বিত সন্তান আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ ১৯২২সালের ১৫ জানুয়ারী জন্ম গ্রহন করেন। মরহুম আব্দুস সামাদ আজাদ ১৯৪০সালে ৭ম শ্রেনীর ছাত্র থাকা অবস্থায় সুনামগঞ্জ মহকুমা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি হিসেবে রাজনীতিতে পদার্পন করেন। তিনি বৃটিশ বিরোধী আন্দোলন ও আসাম অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠা বিভিন্ন সংগ্রামের অগ্রনায়ক ছিলেন। এ কারনে ইংরেজ শাষক কর্তৃক কয়েকবার গ্রেফতার হন তিনি। সংগ্রামের সিঁড়ি পথ বেয়ে গ্রাম থেকে উঠে আসা আব্দুস সামাদ আজাদ ভাষা আন্দোলনেও গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। ১৯৫২সালে ভাষা আন্দোলনের সময় সক্রীয়ভাবে অংশ গ্রহন করতে গিয়ে কারা বরন করেন। ১৯৫৪সালে যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে সামনের কাতারে চলে আসেন। ১৯৫৮সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এন.ডি.এফ এর দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ১৯৬৬’র ৬য় দফা, ১৯৬৯’র গন- গণঅভূত্থান সহ সকল আন্দোলনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হিসেবে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। ১৯৭০’র নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এম এন এ নির্বাচিত হন। ১৯৭১সালে মুজিব নগর সরকার প্রতিষ্টার পেছনে গুরুত্বপূর্ন অবদান রাখেন এবং প্রবাসী বিপ্লবী সরকারের রাজনৈতিক উপদেষ্টা ও ভ্রাম্যমান রাষ্ট্রদ্রুতের দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ আজাদ। ১৯৭১সালের ডিসেম্বর মাসে সামাদ আজাদ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। স্বাধীনতার পর ১৯৭৩সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সুনামগঞ্জ-২ ও ৩ আসনে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভুমিকা পালন করেন। এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভূত্থানের এবং ১৯৯৬এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। ১৯৯৬সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আব্দুস সামাদ আজাদ অত্যান্ত দক্ষতার সাথে বর্হিবিশ্বের সাথে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক তৈরী করেন। ২০০১সালের শেষ নির্বাচনে দল হারলেও আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হন। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য থাকা অবস্থায় ২০০৫সালের ২৭ এপ্রিল মৃত্যু বরন করেন। আব্দুস সামাদ আজাদের বর্ণাঢ্য জীবনে তিনি একজন কিংবদন্তি ও একটি ইতিহাস।

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Like us on Facebook