মো: হুমায়ুন কবির:-
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর -শান্তিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আগামীকাল শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এর জগন্নাথপুর উপজেলার পাঠলী মাঝপাড়াস্থ নিজ বাড়িতে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ১৫৩ টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে এ সমমেলন অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ইউসুফ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ।
ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন সফল করতে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।