সর্বশেষ সংবাদ:
জগন্নাথপুরে সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি বিতরণ জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা

লন্ডনে শাহারপাড়া স: প্রা: বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও শিক্ষার্থীদের মিলন মেলা

মুহাম্মদ শাহেদ রাহমান ॥
জগন্নাথপুর উপজলোর ঐতিহ্যবাহী শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ (১৯১৮-২০১৮) উদযাপন ও যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) দ্যা অট্রিয়াম লন্ডনের ভ্যানুতে সুনু মিয়া কামালীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট গল্পকার লুৎফুর রহমান কামালীর প্রানবন্ত পরিচালনায় বক্তারা বলেন সুনামধন্য শতবর্ষী শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের ঐতিহ্যর স্মারক। প্রবাসে থাকলেও নারীর টানে আমরা ছুটে যাই, শৈশবের স্মৃতি বিজড়িত পাঠশালায়। বুকে লালন করি আমাদের কৈশোর শৈশব ও পাঠশালার স্মৃতি। শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় অনেক প্রাক্তন শিক্ষার্থীরা পাঠশালার সহপাঠীদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। একে অপরকে জড়িয়ে ধরে স্কুল জীবনের স্মৃিতচারণ করেন। অনেকেই দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হয়। তাতে সবাই মন খুলে আনন্দ প্রকাশ করেন। উপস্থিত সবাই শতর্বষ উদযাপন কমিটিকে এ নান্দনিক প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলার আয়োজন করায় ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এধরনের আয়োজনের ধারা বাহিকতা রাখার জন্য আহবান জানান। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য মতিউর রহমান কামালী। শুভেচ্ছা বক্তব্য রাখনে শতর্বষ উদযাপন কমিটির সদস্য শোয়েব কামালী, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, শাহ আলম কামালী, শায়েখ কামালী। অন্যদের মাঝে বক্তব্য রাখনে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলটেস কাউন্সিলর সাবেক স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ এম এ খালেক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, ইউসুফ কামালী, জাহাঙ্গীর হোসেন কামালী, মাস্টার আরবাব হোসেন কামালী, ইঞ্জিনিয়ার সদরুল হোসেন কামালী, মানিক মিয়া কামালী, তাহের কামালী, খালেদ কামালী, ফখরুল কামালী, আব্দুল আওয়াল কামালী সেজু , আজহার কামালী, ছফুর কামালী ও মখলিছ মিয়া প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী শাহ জিল্লুর রহমান কামালী। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সামির হোসেন কামালী ও সিতু মিয়া কামালী। উক্ত অনুষ্ঠানে শতবর্ষী শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সৈয়দ তকদ্দুছ আলীকে শিক্ষক সম্মাননা স্মারক ২০১৯ প্রদান করা হয়। হারিক কামালীর পরিচালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃিতক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পী তন্বী, অমিত, মানিক মিয়া কামালী, সাদিক কামালী, ফিরুজ কামালী, শামীম কামালী। সার্বিক তত্বাবধানে শতর্বষ উদযাপন কমিটির সদস্য লুৎফুর রহমান কামালী, শোয়েব কামালী, মতিউর রহমান কামালী, মুহাম্মদ শাহেদ রাহমান, শাহ্ আলম কামালী, হারিক কামালী, রফু কামালী, শায়েখ কামালী, রউজ কামালী, রায়হান কামালী উপস্থিত ছিলেন। পরে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Like us on Facebook