স্টাফ রির্পোটার:
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের তফজ্জুল হক সুমনকে সভাপতি ও সুবল দেব কে সাধারণ সম্পাদক করে ২০২১-২২ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার( ১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষনা করা হয়। সাধারণ সভায় উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ভূক্ত সকল ক্রিকেট ক্লাবের প্রতিনিধি ও উপদেষ্টা ম-লীর মতামতের ভিত্তিতে ক্রিকেটের উন্নয়নের স্বার্থে সাবেক সভাপতি ও উপদেষ্টা তফজ্জুল হক সুমন কে আবারও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি এবং সুবল দেব কে টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সিনিয়র উপদেষ্টা আবুল কালাম আকনের সভাপতিত্বে ও উপদেষ্টা ম-লীর সদস্য আবু হেনা রনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া, সিনিয়র উপদেষ্টা সুদিপ ভট্টাচার্য, জাকারিয়া আহমদ, সাবেক সভাপতি শাহ রুহেল, সুলেমান হুসেন সহ সিনিয়র ক্রিকেটার বৃন্দ।
জ.টুডে এ হাই