স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা পরিষদের স্থগিত হওয়া নির্বাচন এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পুরো উপজেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচন যে কোন মুহুর্তে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করতে পারেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এ জন্য প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সচেষ্ঠ থাকার আহবান জানান। তিনি সাম্প্রতিক ভয়াবহ বন্যায় যোগাযোগ ব্যবস্থা সহ পুরো উপজেলার প্রতিটি গ্রাম-পাড়া মহল্লায় মানুষজনদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নগদ অর্থ ও ত্রান সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন প্রতিটি ইউনিয়ন ও পৌর শহরের ওয়ার্ড গুলোতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুুত করতে হবে।
ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সু-দৃষ্ঠি কামনা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার তালুকদার,
কার্যনির্বাহী সদস্য পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, পৌর আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান,
কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বশির আহমদ, সহ-সভাপতি ছমির উদ্দিন, যুগ্ম সম্পাদক সুহিন আহমদ দুদু, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য জুয়েল আহমদ, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজি আব্দুল তাহিদ, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, এম শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সহ-সভাপতি হাসান আদিল, মিটন দেব, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ প্রমূখ।
জ.টুডে/ মো: আব্দুল হাই