জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে সাতাশ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ-সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থ দন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন জনসাধারণ।
শনিবার (১ মার্চ) মিরপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত বিক্রয় এবং ধার্য্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে আটটি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত সাতাশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
ভবিষ্যতে স্বাস্থ্য সম্মত পরিবেশন ও তৈরিকৃত খাবার গুনগত মান নিশ্চিত করতে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ- সাজেদুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির লিপটন দাস উপস্থিত ছিলেন।
জটুডে / এহাই