স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক দুটি মামলার আদালত কর্তৃক গ্রেফতসরী পরোয়ানা ভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার (৫ এপ্রিল) আসামীদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামের মৃত আইয়ুব বান্নিয়ার ছেলে রোকন মিয়া (৪২) ও চিলাউড়া গ্রামের আব্দুল মনাফের ছেলে মারুফ মিয়া (২৩)।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের দিক নির্দেশনায় থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামী চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামের মৃত আইয়ুব বান্নিয়ার ছেলে রোকন মিয়ার বিরুদ্ধে দাঙ্গার অভিযোগে একটি মামলার পলাতক আসামি।
জগন্নাথপুর থানার মামলা নং ৭ তারিখ ৮ ডিসেম্বর ২০২১ জিআর মামলা নং ১৬৯/২০২১ ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/৫০৬/১১৪ দন্ড বিধি।এই মামলায় রোকন মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা থাকায় রোকন পলাতক ছিল।
এলাকাবাসী সুত্রে জানাযায় গ্রেফতারকৃত আসামী রোকন মিয়া একজন মাদক সেবী ও মাদক বিক্রেতা।
মদ গাজা, ইয়াবা বিক্রির পাশাপাশি সে নিজেই মাদকের আসর বসিয়ে সেবন করে আসছে।
এ ছাড়াও ভূমি দখল সহ বিভিন্ন দাঙ্গার সাথে সে জড়িত রয়েছে।
তার এসব অপকর্মে এলাকার মানুয অতিষ্ঠ রয়েছেন। এছাড়াও দাঙ্গা সহ বিভিন্ন অপরাধে রোকন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুদ্দিন জানান গ্রেফতারকৃত দুই আসামীকে আাদালতে পাঠানো হয়েছে।