স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের দু-দিনের পৃথক অভিযানে ৩৬ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৫শ টাকা অর্থ দন্ড দিয়েছেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ-সাজেদুল ইসলাম।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত বিক্রয়,খাদ্যে ব্যবহৃত উপকরণ ক্ষতিকর রুপ নিয়েছে,ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও প্রস্তুতকৃত খাদ্যে মিশ্রণ, অবহেলা দায়িত্বহীনতা ও অসতর্কতার দ্বারা সেবা গ্রহীতার স্বাস্হহানীকারক কার্য সম্পাদন বিষয় সমূহ উদঘাটিত হওয়ায়
এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে মঙ্গলবার (৪ এপ্রিল) সৈয়দপুর বাজারে ২১ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ৩৬ হাজার ৫শ টাকা
এবং বুধবার ( ৫ এপ্রিল) চিলাউড়া বাজারে ১৫ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভবিষ্যতে স্বাস্থ্য সম্মত পরিবেশন ও তৈরিকৃত খাবার গুনগত মান নিশ্চিত করতে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ- সাজেদুল ইসলাম।
তিনি আরো জানান ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
জটুডে / এহাই