স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার পৌর শহর সহ আটটি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ- সাজেদুল ইসলাম কর্তৃক ধারবাহিক ভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে।
ফলে মাহে রমজানে এসব হাটবাজারগুলোতে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে থাকার পাশাপাশি বেজাল খাদ্য সামগ্রী বিক্রয়ে ব্যাসায়ীরা সতর্কতা অবলম্বন করছেন।
ভ্রাম্যমা আদালতের কার্যক্রমে ক্রেতা বিক্রেতারা সন্তোষ রয়েছেন।
ভ্রাম্যমান আদালতের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর ও ভবের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুই দিনের অভিযানে ২৯ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ-সাজেদুল ইসলাম।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত বিক্রয়,খাদ্যে ব্যবহৃত উপকরণ ক্ষতিকর রুপ নিয়েছে,ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও প্রস্তুতকৃত খাদ্যে মিশ্রণ, অবহেলা দায়িত্বহীনতা ও অসতর্কতার দ্বারা সেবা গ্রহীতার স্বাস্হ্যহানীকারক কার্য সম্পাদন বিষয় সমূহ উদঘাটিত হওয়ায়
এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে শুক্রবার (৭এপ্রিল) কেশবপুর বাজারে ১৪ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা এবং শনিবার (৮ এপ্রিল) ভবের বাজারে ১৫ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভবিষ্যতে স্বাস্থ্য সম্মত পরিবেশন ও তৈরিকৃত খাবার গুনগত মান নিশ্চিত করতে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ- সাজেদুল ইসলাম।
তিনি আরো জানান ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির লিপটন দেব এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির ফয়সল চৌধুরী উপস্হিত ছিলেন।
জটুডে / এহাই