সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

জগন্নাথপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভা

মোঃ আব্দুল হাই ঃ
সুনামগঞ্জ জেলার শিক্ষা ক্ষেত্রে ঐতিহ্যের ধারক ভারত সাগরের তীর ঘেষে অত্যান্ত মনরোম পরিবেশে সু- বিশাল মাঠ সহ বেষ্টনী ক্যাম্পাস আর কৃষ্ণচুড়া গাছের পাশাপাশি মজাদার টক তেতুল সহ নানান ফল ফলাদি বৃক্ষের সমাহারে প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গনের আলোকবর্তিকা হিসেবে খ্যাত জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক শিক্ষার স্বনামধন্য বিদ্যাপীঠ শত বছরে পা রাখছে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়টির জন্মশতবার্ষিকী উদযাপনকে ঘীরে দেশ এবং প্রবাসে বসবাসরত প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস।

এমন উচ্ছ্বাস আনন্দে হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থীদের এখন থেকেই ফেলে আসা শিক্ষা জীবনের অতীত স্মৃতিকে গণ মানুাষের হৃদয়কে আরো বেশি আন্দোলিত করতে নানান আয়োজন নিয়ে ব্যাস্ত সময় পাড় করছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

অনেকেই বয়সের ভাড়ে নুয্য হলেও শিক্ষাঙ্গনের অতীত স্মৃতি চারণে উচ্ছ্বসিত হৃদয় দিয়ে কৈশর জীবনের নানান স্মৃতিকে ভাগাভাগি করতে চাচ্ছেন।

আর সেই লক্ষ্যকে সামনে রেখে বিদ্যালয়টির জন্মশত বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিশাল প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ মে) পূর্বলন্ডনের একটি অভিজাত রেষ্টুরেন্টে মত-বিনিময় সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সমাজসেবক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী বর্তমান পৌরসভা এবং সাবেক ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সদস্য বর্তমানে একজন সফল ব্যাবসায়ী মির্জা জুয়েল আমিনের প্রাঞ্জল উপস্হাপনায়

দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী- সাবেক কৃতি ফুটবলার, নাট্যঅভিনতা শিক্ষা সহ সামাজিক উন্নয়নে নিবেদিত ব্যাক্তি জুবায়ের আহমদ হামজা,

শায়েখ এম রহমান, রাজনীতি, সংগীত, নাটক সহ শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে নিবেদিত ব্যাক্তিত্ব আশিকুল হক,সেই পল্লী বাংলার গ্রামীণ জনপদের জীবন যাত্রার দৃশ্য ধারণ এবং শহরের জীবন যাত্রার আগমণে যে দিকে তাকাই সে দিকেই হৃদয় নিংরানো জনগনের ভালোবাসার শক্তিমান কবি আব্দুল মুক্তার মুকিত ,

বাড়ির পাশে আড়শি নগর বিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষ ফল ফলাদির গাছের সাথে ছিল যার অন্তরঙ্গ বাড়ি জগন্নাথপুর আলী মন্জিলের বাসিন্দা সজ্জাদ আলী, , আব্দুস সাত্তার, মতচ্ছির আলী, মির্জা কামরান, বশির আহমদ, তাইফ সারোয়ার কলিন, সাজিদুর রহমান সাইদুর ও মির্জা সুহেল আমিন সহ আরো অনেকে।

সভায় বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে স্মৃতি চারণ মূলক একটি স্বারক গ্রন্ত প্রকাশিত করনে প্রস্তুতি গ্রহন এবং স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্ম শত বার্ষিকী আগামী ২০২৬ সালের ৫ জানুয়ারি সোমবার লন্ডনে জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনে উদযাপন করার সিদ্ধাত অনুমোদন করা হয়।

সভায় উপস্হিত সকল প্রাক্তন শিক্ষার্থীদের সম্মতিক্রমে জুবায়ের আহমদ হামজাকে আহবায়ক এবং , মির্জা জুয়েল আমিন,

আশিকুল হক, শায়েখ এম রহমান,কবি আব্দুল মুক্তার মুকিত, তাইফ সারোয়ার কলিন, মতচ্ছির আলী, সাজিদুর রহমান, মির্জা কামরান, সজ্জাদ আলী, বশির আহমদ সহ ৫১ জনকে যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা পরিষদ সহ ৩০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা।

সভায় বাংলাদেশ সহ বর্হির বিশ্নে বিদ্যালয়ের জন্মশতবর্ষ উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের সু দৃষ্টি কামনা করা হয়।

জটুডে/ এ হাই

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook