আজ রবিবার দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠালখাইর গ্রামে এ ঘটনা ঘটে।
পনেরো বছরের কিশোর নিহত
মুক্তার মিয়া সিলেট জেলার ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
এছাড়া হত্যাকারী ছাব্বিশ বছর বয়েসি আজিদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিদ আলী কাঁঠালখাইর গ্রামের মাহির উল্লার ছেলে।
নিহত কিশোর মুক্তার মিয়া ছোটবেলা থেকেই কাঠালখাইড় গ্রামে তার নানা বাড়িতে থাকতো। ঘটনার আগের দিন শনিবার ধান বিক্রিকে কেন্দ্র করে নিহত মুক্তার মিয়া তার আপন মামা আজিদ আলীর সঙ্গে ঝগড়া করে।
এর জের ধরে আজ রবিবার দুপুরে আজিদ আলী তার বসতবাড়ির পুকুর ঘাটে মুক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে উপর্যুপরি ঘাই মেরে গুরুতর আহত করে।
তার চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন ছুটে এসে আহত মুক্তার মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানিয়েছেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পৌছে অভিযুক্ত আজিদ আলীকে গ্রেফতার করা হয়েছে।
জটুডে/ এহাই