স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর -পাগলা – আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর উপজেলা সদরের ইকড়ছই এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেলের চাপায় সাত বছরের এক শিশু মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। নিহত শিশু আরিয়ান জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকার হারুন মিয়ার ছেলে।
আজ সোমবার জগন্নাথপুর পৌর শহরের উত্তর ইকড়ছই এলাকার বাসিন্দা হারুন মিয়ার সাত বছরের ছেলে আরিয়ান মিয়া সকাল ১০ টায় বাড়ি থেকে বের হয়ে ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় মহাসড়কে উঠামাত্র সুনামগঞ্জ অভিমুখী দ্রুত গামী একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়।
স্বজনরা তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে মোটরসাইকেল আরোহী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের ২৩ বছর বয়েসী সজিব উদ্দিন ও ১৯ বছর বয়েসী সায়মন হোসেন কে আটক করা হয়।
জটুডে/এহাই