স্টাফ রিপোর্ট ঃ হাওরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জন প্রতি দুই টা করে একশ বিশ জন ক্ষুদ্র খামারীর মধ্যে দুইশ চল্লিশটি ভেড়া বিতরন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জগন্নাথপুর প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রকল্পের উদ্বোধন করেন জগন্নাথপুর – শান্তিগন্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষকে অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে চলমান রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনগণের প্রতি অনুরোধ জানান।
জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লার সার্বিক তত্বাবধানে এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর,সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর (সার্কেল)শুভাশিস ধর,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়া,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।জটুডে/এহাই