সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, মুক্তি যোদ্ধা সহ বিভিন্ন সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ কামালের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্র ধরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আক্তার হোসেন, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, থানার ওসি(তদন্ত) দ্বিপংকর পাল,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় সহ আরো অনেকে।
উল্লেখ্য ঃ শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার ভাই শেখ কামাল বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম প্রবর্তক এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন।
একজন ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের বেশিরভাগ সদস্যসহ মর্মান্তিক হত্যাকান্ডের শিকার হলে শেখ কামালের ঘটনাবহুল জীবনের সমাপ্তি ঘটে।
জটুডে /এহাই