স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চিলাউড়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী হাজ্বী মোঃ আনোয়ার মিয়া কর্তৃক
গরীব অসহায় মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত হাজ্বী “আনোয়ার মিয়া ট্রাষ্ট” প্রতি মাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে একশত পরিবারের মধ্যে চাল,তৈল,লবন,পিয়াজ,আলো সহ বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিলাউড়া রসুলপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোঃ আলা উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বলেন বিগত ৯ বছর ধরে আনোয়ার মিয়া ট্রাষ্ট বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান হাসপাতালে ভর্তি রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ হত দরিদ্র মানুষদের পুর্নবাসন সহ সহায়তা দিয়ে আসছেন।
আমাদের গ্রামবাসীর গর্ব “আনোয়ার ট্রাষ্ট” এবং এলাকা বাসীর পক্ষ থেকে আশা করব যেভাবে কার্যক্রম চলছে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
পাশাপাশি হাজ্বী আনোয়ার মিয়ার নেক হায়াত ও দির্ঘায়ু কামনা করি।
পরে আনোয়ার মিয়া ট্রাষ্টের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী আলা উদ্দিনকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও রৌপ্য মেডেল প্রদান করা হয়।
আনোয়ার ট্রাষ্টের সাফল্য ও পরিবারের সকলের জন্য উজ্জল জীবন ও সমস্ত মুরদেগানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ ক্বারী জাহিদ হাসান ইমন।
পরে চিলাউড়া শাখার ম্যানাজার মোঃ আব্দুল মমিনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় চিলাউড়া গ্রামের প্রবীণ মুরুব্বী ও শালিসি ব্যক্তিত্ব মোঃ আব্দুল মন্নান, ট্রাষ্টের উপদেষ্টা মোঃ নুরুল আমিন, চিলাউড়া বাজার তদারক কমিটির সভাপতি আব্দুল মালেক,মোঃজামাল হোসেন,রেদ্বওয়ান আহমেদ (বাবুল) ও শামিম আহমেদ উপস্থিত ছিলেন ।
দেশ এবং প্রবাস থেকে অনেকেই হাজ্বী আনোয়ার মিয়া ট্রাষ্টের সাফল্য কামনা করেন।
জটুডে /এহাই