মোঃ আব্দুল হাই ঃ জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান একত্রিশে আগষ্ট পাক হানাদার বাহিনীর গণহত্যাযজ্ঞে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন বেদনা বিধুর এই স্মৃতিকে গণমানুষের হৃদয়ে জাগ্রত রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের মহতি উদ্যোগের জন্য অভিনন্দন জানান।
পরিকল্পনা মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তথ্য প্রযুক্তির এই যোগে মেধা ভিত্তিক শিক্ষার্জনে মনোযোগি হয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে।
মন্ত্রী দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
তিনি বিএনপির এক নেতাকে ইঙ্গিত করে বলেন, কেউ কেউ দণ্ডিত হয়ে বিদেশে বসে দেশ পরিচালনা করতে চায়।তিনি বলেন দেশ পরিচালনা করতে হলে দেশে আসতে হবে।
মন্ত্রী আরো বলেন বাংলাদেশ আমাদের সবার দেশের শান্তি শ্ঙ্খৃলা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব, বিশৃঙ্খলাকারী কাউকে এদেশের মানুষ পছন্দ করে না।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস উপলক্ষে শহিদ স্মৃতি সংসদ শ্রীরামমির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাবারিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
শ্রীরামসি শহিদ স্মৃতি সংসদের সভাপতি শ্রীরামসি স্কুল এন্ড কলেজের প্রভাষক নুর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ,
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লেখক হাসান মোরশেদ।
শহিদ স্মৃতি সংসদ শ্রীরামসি এর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান জগন্নাথপুর উপজেলা পরিষদের একাধিকবারের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আকমল হোসেনের সন্তান মোস্তাকিন আহমদ।
বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল সুভাশীষ ধর,
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ সভাপতি ও স্মৃতি সংসদের সাবেক সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ ,
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহবুবুল হক শেরিন,
শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাজের আলী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম,
শ্রীরামসি শহিদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আহমদ,গোলাম রব্বানী রুনু,
শ্রীরামসি শহিদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া,সাবেক সভাপতি মুহিবুর রহমান,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, জুয়েল মিয়া, মামুন আহমদ,প্রমুখ।
শুরতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শহিদ স্মৃতি সংসদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক।
পরে শহিদ স্মৃতি সংসদের উদ্যোগে গণহত্যায় নিহত, শহিদ পরিবারের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়াও মেধা বৃত্তি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।
এদিকে শহিদ পরিবারের সদস্যদের উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরো অর্থবহ করার জন্য স্মৃতি সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এছাড়াও দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন যথাক্রমে আহবাব হোসেন, আব্দুস সোবহান,লয়লুছ মিয়া, আব্দাল মিয়া,আক্তার হোসেন, আকছার আহমদ, মিজানুর রহমান সোরাব আলী, মিসবাহ উদ্দিন, ছাদিকুর রহমান, জান্নাতুল ইসলাম বাবুল,
সৈয়দ আজিজুর রহমান শামীম,আবু আনাস, আব্দুল মুকিত,জয়নাল হোসেন, আলী আসকর,
শিবুল মিয়া, তফজ্জুল হোসেন,আলী হোসেন, বেলাল মিয়া,
মাহবুব হোসেন, আজিজুল মিয়া,মাছুম খান, আবুল কাশেম
বেলাল উদ্দিন মিঠু সহ
শোকসভায় উপস্থিত হয়ে সংগঠনের উন্নয়নের জন্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহিদ অনুদান ঘোষণা দেয়ায় স্মৃতি সংসদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এদিকে গণহত্যা দিবসের শুরুতেই দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারন,জাতিয় ও কালো পতাকা উত্তোলন, শহিদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ,শ্রীরামসি স্কুল এন্ড কলেজর পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে স্মৃতি সৌদে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১ টায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সহ অতিথিবৃন্দ স্মৃতি সৌদে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে এলজিইডির বাস্তবায়নে ৯৬ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯০ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ধোধন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
জটুডে /এহাই