স্টাফ রিপোর্ট ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ জগন্নাথপুর শান্তিগন্জ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সমর্থনে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আশারকান্দি ইউনিয়নের চক তিলক মা ম্যানসন প্রাঙ্গনে নির্বাচনী কর্মী সভায় আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জৈষ্ঠ্য সন্তান শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত মান্নান অভি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আইয়ুব খান।
আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তৌরিছ আলী মাষ্টার, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মুনায়েম খান ছাদ,আইন বিষয়ক সম্পাদক ইউপি সদস্য আলা উদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগের খছরু হোসেন কামালী,উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আহমদ হীরা,আশারকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রায়হান কামালী শিম্পু, আশারকান্দি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ইছরাইল আহমদ প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় নেতৃবৃন্দকে তৃনমুল পর্যায়ে কাজ করে যাওয়ার অনুরোধ জানান।
এ ছাড়াও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমএ মান্নানের উন্নয়নের চিত্র জনসাধারণের কাছে পৌছে দিতে দলীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়।জটুডে /এহাই