স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যােগে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে বিশাল মুবারক র্যালি ও আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ২টায় বর্ণাঢ্য র্যালিটি ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার ছাত্র মুজাদ্দিদে আলফে সানি। এসময় মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মুরব্বী জাফর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারী জাহির উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সালাহ উদ্দিন ভূঁইয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
মিলাদ পরিচালনা করেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা আরবী প্রভাষক মাওলানা বশির আহমদ। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতী।