স্টাফ রিপোর্টঃ-
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামসুল ইসলাম শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক ক্রিকেটার শিক্ষানুরাগী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক যুক্তরাজ্য প্রবাসী মিসবাহুজ্জামান সোহেল,মজিদপুর ফুটবল ইনডোর এন্ড কফি হাউজ -এর স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী ছমির আলী।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ক্রীড়া ব্যাক্তিত্ব মিসবাহুজ্জামান সোহেল বলেন সুস্হ দেহ সুস্হ মন সৃষ্টিতে খেলাধূলার বিকল্প নেই,শিক্ষার্জনের পাশা ক্রীড়াঙ্গনের প্রতি মনযোগী হতে হবে।তিনি জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সফল কার্যক্রমে ভূয়শী প্রশংসা করেন। এজন্য এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাদিকুর রহমান মুন্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মনির হোসেন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সুমিত রায়, সাবেক কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন মুন্না, সাবেক ক্রিয়া সম্পাদক করিম উদ্দিন, সাবেক সহ প্রচার সম্পাদক মোসাদ্দিক আহমেদ,সদস্য আবু হাসনাত.মিজানুর রহমান.মারজান আহমেদ.নাহিদ ইসলাম.তোয়েল. সুজায়েল আহমদ.আকবর আলী.কিবরিয়া সহ আরোও অনেকে।
পরে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
জটুডে /এহাই