স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের উদ্যোগে হাজারের অধিক জনশক্তিদের নিয়ে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় স্থানীয় চিলাউড়া বাজারে বিশাল জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে, সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু ও জয়েন সেক্রেটারি রেজাউল করিম রিপনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার শিল্প ও বানিজ্য সেক্রেটারি এডভোকেট রেজাউল করিম তালুকদার,
সিলেট মহানগর জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মুফতি আলী হায়দার, জামায়াত নেতা এডভোকেট হেলাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম,
জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি দেলোয়ার হোসাইন, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি আবু তাইদ, কলকলি ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর পূর্ব শাখার সভাপতি আবু তাহের, জামায়াত নেতা জামাল উদ্দিন বেলাল, উপজেলা এইচ আরডি সম্পাদক আ হ ম ওয়ালি উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
সৈয়দপুর ইউনিয়ন সভাপতি আব্দুল আলী, ইউনিয়ন সহ সভাপতি মাওলানা শেরুজ্জামান, ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুল হামিদ, ৩নং ওয়ার্ড সহ সভাপতি মৌলভী শাহজাহান আলী, ইউনিয়ন সাবেক সেক্রেটারি শাহ আলম, জামায়াত নেতা এম জি ওসমানী, ইউনিয়ন সাবেক শিবির সভাপতি জুবায়ের আহমদসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নেছার উদ্দিন, সাবেক শিবির উত্তর সভাপতি শাহিনুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আব্দুল মোক্তাদির খালেদ,রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি কাজি আনোয়ার হোসেন,পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার,আশারকান্দি ইউনিয়ন সভাপতি নেকবর হোসেন,পেশাজীবি সংগঠনের সভাপতি কবির আহমেদ, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি,পৌর সেক্রেটারি মাওলানা আলী আহমদ, সৈয়দপুর ইউনিয়ন সেক্রেটারি সৈয়দ মুস্তাকিম,
জগন্নাথপুর বাজার জয়েন সেক্রেটারি লিটন মিয়া,সমাজ সেবক মো: রোকন মিয়া,হাজী আনোয়ার মিয়া, ইউনিয়ন ৪নং ওয়ার্ড সভাপতি ফারুক মিয়া,জামায়াত নেতা আখলাকুর রহমান, মুসলেহ উদ্দিন,কয়েছ মামুন,,চিলাউড়া ২নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন,৩নং ওয়ার্ড জামাত নেতা লুৎফুর রহমানসহ আরও অনেকে। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রশিবির ইউনিয়ন সভাপতি হাফিজ সুজন আহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন তামিম আহমেদ।