স্টাফ রিপোর্টারঃ-
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়ার বাড়িতে দিন দুপুরে হামলা ও দেয়াল ভাঙচুরের মামলায় ৮ জনকে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গত ২ অক্টোবর দ্রুত বিচার আদালত সুনামগঞ্জের বিচারক নির্জন কুমার মিত্র এ রায় দেন। আদেশে অভিযুক্ত মো: আজাদ মিয়া, মো: আনহার মিয়া ও ইফতেখার আহমদ মুসাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং একই আইনের ৫ ধারার অপরাধের অভিযোগে মো: তফজ্জুল হোসেন, মো: আয়াছ মিয়া, মো: আসিক মিয়া, মো: আবু শায়েখ ও জাবেদ হোসাইনকে ০২ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হলো।
মামলার এজাহারে জানাযায়, ২০২৩ সালের ২২ মে প্রবাসী মুহিত মিয়ার বাড়িতে প্রতিপক্ষ একই ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের আজাদ মিয়া, আনহার মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় বাড়ির উত্তরে নির্মিত দেয়ালটি ভেঙ্গে ফেলে।
এ ঘটনায় প্রবাসী মুহিত মিয়ার চাচাতো ভাই রাসেল আহমদ বাদী হয়ে আজাদ মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালত সুনামগঞ্জে এ মামলাটি দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক ৭জন আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট পীর মতিউর রহমান। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট তৈয়বুর রহমান বাবুল।