স্টাফ রিপোর্টারঃ-
যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১শে অক্টোবর) দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ এর পরিচালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা বিএনপির সহ সভাপতি ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, যুগ্ম সম্পাদক আবু তালেব, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক নেওয়ার খান, যুব বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন,
উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, পাইলগাও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক কাবেরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাহিন তালুকদার,
রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ আহমদ, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আখলুল করিম, পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুল আলম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমীন সহ আরো অনেকে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম। আজ সোমবার থেকে দলের কোন কর্মী যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ঐ সিদ্ধান্ত সকল ইউনিট প্রদানকে অবিহিত করা হয়েছে। প্রস্তুতি সভায় উপজেলা ও প্রত্যেক ইউনিয়নের বিএনপি নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।