স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশীরুল ইসলাম এর বিদায় উপলক্ষে মাদরাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১১নভেম্বর) দুপুরে ইউএনও কার্যালয়ে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
এসময় মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ সভাপতি মাওলানা মখছুছুল করীম চৌধুরী, সাধারণ সম্পাদক ড. সৈয়দ রেজওয়ান আহমদ,
যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ সায়ফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, নির্বাহী কমিটির সদস্য মাওলানা মোঃ সোলায়মান হেকীম, মাওলানা মোঃ নূরুল ইলসাম, মাওলানা লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।