স্টাফ রিপোর্টঃ ২০২৫-২০২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা আমীর হিসেবে পূন:নির্বাচিত হয়েছেন মাওলানা লুৎফর রহমান।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার অস্হায়ী কার্যালয়ে আয়োজিত অধিবেশনে নির্বাচন কমিশনার ছিলেন সুনামগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল কবির।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা আমীর মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় আমীর নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাহিদ,লুৎফর রহমান,শ্রমিক কল্যান ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি ব্যাংকার দিলোয়ার হোসেন,
আইবিডব্লিউ এফের জগন্নাথপুর উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,এইচ আরডি জগন্নাথপুর উপজেলা সভাপতি আবুল হোসাইন মোঃ ওয়ালী উল্লাহ,বায়তুলমাল সম্পাদক হোসাইন আহমদ,জগন্নাথপুর পৌর সভাপতি আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান,মাষ্টার বিল্লাল হোসেন,এনামুল হক, বেলায়েত হোসেন গোলজার,ব্যাংকার ওয়াহিদুল ইসলাম প্রমূখ।
পরে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কবির ভোট গননা শেষে বর্তমান আমীর মাওলানা লুৎফর রহমানকে আগামী ২ বছরের জন্য জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসাবে দায়িত্ব পালনে নাম ঘোষণা করেন।
জটুডে/এহাই