স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা পশ্চিমপাড়া কবিলপুর মুর্দেগানদের ঈসালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৭ নভেম্বর) খাশিলা পশ্চিমপাড়া কবিলপুর মরহুম হাজী শামসু মিয়ার বাড়িতে আমেরিকা প্রবাসী আখলাকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বয়ান পেশ করেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম পীর। খাশিলা গ্রামে বিশিষ্ট মুরব্বী ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপ-সচিব নুরুল হক চৌধুরী ও সমাজসেবক মোঃ ফারুক আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বয়ান পেশ করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।
প্রধান বক্তার বয়ান পেশ করেন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ। প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি, বিশেষ আকর্ষণ হাফিজ নাজমুস সাকিব। এছাড়াও হাফিজ ক্বারী নুরুল হক, মাওলানা রুহুল আমিন বিপ্লবী,
মাওলানা হাফিজ সুহেল আহমদ, হাফিজ মৌলভী মোস্তাক আহমদ, ক্বারী মৌলভী রুমান আহমদ সহ স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ও দোয়া মাহফিলে বয়ান পেশ করেন। এ সময় জগন্নাথপুর সহ বিভিন্ন স্থান থেকে শত শত ধর্ম প্রান মুসল্লীগণ উপস্থিত ছিলেন।