স্টাপ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার স্থিতিশীল ও দ্রব্য মূল্যে নিয়ন্ত্রনে রাখতে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এ্যাসিল্যান্ড হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম খান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া,
দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুহুল আমীন, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নব কুমার সিংহ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, জাপা নেতা আব্দুল মনাফ, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী প্রমূখ।