নিজস্ব প্রতিনিধি:
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইকড়ছই লম্বাহাটি এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শুকুর আলী ভুইয়ার উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) সকাল ১০টায় ইকড়ছইস্থ তার নিজ বাসভবনে দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রবীন নেতা পৌরসভার প্রথ চেয়ারম্যান মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার তনয় জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মিজানুর রশীদ ভুইয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা কৃষকলীগের সভাপতি হাজি আফছর উদ্দিন ভুইয়া, দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরনকারী জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শুকুর আলী ভুইয়া, ইকড়ছই এলাকার বিশিষ্ট মুরব্বী জফর উদ্দিন ভুইয়া, সমাজকর্মী জসিম উদ্দিন ভুইয়া, লতিব মিয়া ভুইয়া, মছব্বির মিয়া, আনর মিয়া ভুইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, তরুন সমাজ কর্মী সুভন আহমদ ভুইয়া, সোহান আহমদ ভুইয়া, সোহাগ আহমদ ভুইয়া, মখলুছ মিয়া ভুইয়া, রবিউল ইসলাম ভুইয়া, রেদওয়ান আহমদ ভুইয়া, সামাদ মিয়া ভুইয়া প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরন পূর্ব পৃথক মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন ও ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। পরে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ ৫শ টাকা, ৩লিটার সোয়াবিন তৈল, ৫ কেজি পিয়াজ, ৩ কেজি ছানা, ৩ কেজি ডাল, ১ কেজি রসুন ও ১ কেজি খাজুর বিতরন করা হয়।
জগন্নাথপুর টুডে-১৫.০৫.১৮ইং বিডিএন