নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় সংগঠনের বিপুল সংখ্যক কর্মীদের অংশ গ্রহনে স্বাগত মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে পথ সভায় মিলিত হয়।
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার সভাপতি হাফিজ তারিছ আলীর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন আঞ্জুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু আইয়ুব আনছারী, সাধারন সম্পাদক মো: নুর আহমদ, আঞ্জুমানে আল-ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সেক্রেটারী হাফিজ আনোয়ার হোসেন,
আঞ্জুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার অফিস সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি আলী মোহাম্মদ ইউসুফ, সহ-সাধারন সম্পাদক আব্দুল গণী সোহাগ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার সেক্রেটারি হাফিজ সাইদুল ইসলাম,
পূর্ব শাখার সভাপতি ছালিক আহমদ, জগন্নাথপুর পৌর তালামীযের সহ-সভাপতি হাফিজ আক্তার হোসেন, পৌর তালামীয কর্মী সামীনুর রহমান, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া হবিবপুর কেশবপুর আলীয়া মাদ্রাসা শাখার সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারন সম্পাদক হাফিজ শামছুর রহমান, কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মতিউর রহমান প্রমূখ।
জগন্নাথপুর টুডে-১৫.০৫.১৮ইং বিডিএন