নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আবির হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে আতাউর রহমান লেবুর বাড়িতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহত ঐ যুবক সিলেট শহরের পাঠানটুলা এলাকার নুরুল হকের ছেলে।
আবির হোসেনের মৃত্যুর ঘটনায় কুবাজপুর গ্রামের জুয়েল মিয়া জানান, আমার ভাই আতাউর রহমান লেবুর ছেলে সজিব রহমানের ঘনিষ্ট বন্ধু সিলেট শহরের পাঠানটুলা এলাকার বাসিন্দা আবির হোসেন।
মঙ্গলবার আবির হোসেন তার বন্ধু সজিব রহমানের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার আমার ভাতিজা সজিব ও তার বন্ধু আবির হোসেন বাড়ির পুকুরে পানিতে সাতাঁর কাটতে নামলে হঠাৎ করে আবির নিখোঁজ হয়ে যায়।
বিষয়টি গ্রামে জানাজানি হলে আশ-পাশ থেকে অসংখ্য লোকজন পুকুর পাড়ে ভীড় জমান এবং আবির হোসেনকে উদ্ধারের চেষ্টা চালান।
প্রায় ঘন্টা ব্যাপী উদ্ধার তৎপরতা শেষে বিকেল ৩টায় আবির হোসেনকে উদ্ধার করা হয়। বিষয়টি আবির হোসেনের পরিবারকে জানানো হলে তার বাবা মা কুবাজপুর গ্রামে উপস্থিত মৃত দেহটি বুঝে নেন।
জগন্নাথপুর টুডে-১৭ মে ২০১৮/বিডিএন