স্টাফ রিপোট:
জগন্নাথপুরে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী খাদিজা বেগম গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের লোকমান হেকিমের মেয়ে, বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে বসত ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁছিয়ে খাদিজা বেগম আত্মহত্যা করে।
খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত খাদিজা বেগমের মৃত দেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজো করা হয়েছে।
জানা যায়, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দর পুর গ্রামের বাসিন্দা লোকমান হেকিম অভাবের তাড়নায় ৫সন্তান ও স্ত্রী শাহিদা বেগমকে নিয়ে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে শ্বশুরালয়ে বসবাস করে আসছিলেন।
লোকমান হেকিম সিলেট শহরে একটি ব্যাবসা প্রতিষ্টানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন নিহত খাদিজার মা শাহিদা বেগম স্থানীয় বাজারে ঔষধ কিনতে যান এ ফাকে খাদিজা বেগম বসত ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।
কি কারনে খাদিজা আত্মহত্যা করেছে এ ব্যপারে পরিবারের লোকজন জানেন না। নিহত খাদিজা বেগম জগন্নাথপুর উপজেলা সীমান্তে দিরাই উপজেলার উসনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
জগন্নাথপুর টুডে-১৮ মে ২০১৮/বিডিএন