স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান শনিবার জগন্নাথপুরে আসছেন, বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী এম এ মান্নান শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ঢেউটিন বিতরণ, সকাল সাড়ে ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে পাগলা, জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহা সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে দুপুর ১.৩০টায় রানীগঞ্জ ইউনিয়নের মেগারকান্দি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন।
প্রতিমন্ত্রী ঐ দিন বিকাল ৫টায় সুনামগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করবেন।২০ মে রবিবার বিকাল সাড়ে ৫টায় সিলেটের আমান উল্লা কনভেনশন সেন্টারে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
জগন্নাথপুর টুডে-১৮ মে ২০১৮/বিডিএন