জাকির হোসাইন, স্টাফ রিপোর্টারঃ
প্রধান শিক্ষকদের সাথে সহকারি শিক্ষকদের বেতন ব্ষৈম্য নিরসনের দাবিতে জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলা প্রসাশনের ক্যাম্পাসে দুই শতাধিক সহকারি শিক্ষক মানববন্ধনে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক নৃপেশ তালুকদার, সহ সভাপতি বিজয় কৃষ্ঞ দাস ,শরীফ উল মামুন, সমির উদ্দিন,সিদ্দেক আলী ,রিংকু তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ,সহ অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ , সদস্য সুব্রত দাস, শিকলী রানী পাল,শাহ মাহমুদুল হাসান,ইসলাম উদ্দিন ,নোমান আহমদ সাদী, আকবর হোসেন,আনহার মিয়া, মন্জুর হোসেন, জামিনুর রহমান, মিজানুর রহমান, পিংকি রায়, ফাতেমা বেগম, পরিনা বেগম, রূপালী দাশ, অন্জনা দাশ,সৈয়দা আক্তার বর্না,হালিমা বেগম,শিবলী দাশ প্রমূখ। এসময় বক্তারা প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের পরে আর কোন সহকারি প্রধান শিক্ষক এর পদ না রেখে সরাসরি ১১তম গ্রেড প্রদানের জন্য দাবী জানান ।