মোঃ আব্দুল হাইঃ
পরিকল্পনা মন্ত্রী এম. এ মন্নান বলেছেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, কোন্দল বিভাদ, চুকলখোর, রাতের অন্ধকারে ষড়যন্ত্রের সরকার নয়। তিনি বলেন কোন ধর্মের বিবাদ বাংলাদেশে নেই মানুষের প্রতি ন্যায় বিচার প্রতিষ্টিত হয়েছে।
বহু গুনের অধিকারী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি কাজ করতে উৎসাহ ও প্রেরনা পাই উল্লেখ করে মন্ত্রী বলেন আমি মানুষের জন্য কাজ করতে চাই। বিশেষ করে সুবিধা বঞ্চিত অন্যায় অবিচারের শিকার যারা নিজের মনের কথা বলতে পারেনা বাংলাদেশের ইতিহাসের নানান ধরনের অবিচার তাদের উপর দিয়ে গেছে সে সকল লোক এবং যারা পরিশ্রম করে খায় সরাসরি কাজ করে, সব সময় পেট ভরে খেতে পারে না চিকিৎসা , সম্মান , মর্যাদা পায়না সে সব গরীব দুঃখী মানুষ তাদের জন্য প্রাথমিক ভাবে কাজ করতে চাই ।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই অসহায় দরিদ্র মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রেখেকাজ করে যাচ্ছি। তিনি জগন্নাথপুর বাসীর উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে সন্দেহ করবেননা এদেশে আমার কোন তাবেদারী নেই। আমার ছেলে মেয়ে ও এদেশে থাকবেনা ইতোমধ্যে তারা প্রবাসে বসবাস করছে ।
আমার আর কয় দিন হায়াত আছে। আমার জানা মতে কোন পক্ষপাত মূলক কাজ করিনি ভবিষ্যতেও করবোনা।আমি আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি ফলে আপনাদের সাথে বেইমানী করার সুযোগ আমার নেই। কিছু লোক কথা বলে বিভ্রান্তি ছড়ায় এ সব থেকে বিরত থাকতে হবে।
পরিকল্পনা মন্ত্রী আজ শুক্রবার জগন্নাথপুর উপজেলার শাহার পাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ে গ্রেটার শাহার পাড়া যুব সংঘের আয়োজনে এবং বৃহত্তর শাহারপাড়া এলাকাবাসীর সহযোগিতায় তাকে দেয়া সংবর্ধনা ও গ্রেটার শাহার পাড়া যুব সংঘের মেধা বৃত্তি বিতরন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন।
মন্ত্রী সিলেট বিভাগের সব কয়টি মহা সড়ক প্রসস্থ করন সহ ডাবল রেললাইন এবং ছাতক সুনামগঞ্জে রেললাইনের কাজ এই বছরই শুরু করা হবে উল্লেখ করে তিনি জগন্নাথপুর উপজেলার সড়ক যোগাযোগ এবংবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মানের পদক্ষেপ নেয়া হয়েছে। মন্ত্রী অনুষ্টান আয়োজকদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন বয়সের কারনে আমাদের সময় শেষ আগামী প্রজম্মের জন্য হবে এই সুন্দর বাংলাদেশ। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সবারজন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা হয়েছে।
পদ্মাসেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো বড় বড় প্রকল্প সরকার সফলতার সাথে বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে উন্নয়নের এক মহা কর্মযজ্ঞ চলছে। আগামী প্রজন্মের জন্য একটি শিক্ষিত বিজ্ঞানমনস্ক জাতি গঠনে আমরা কাজ করছি। হাওরের জনপথ সুনামগঞ্জে মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। এখন একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ চলছে।
গ্রেটার শাহারপাড়া যুব সংঘের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আখতার কামালীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লেখক ও সাংবাদিক সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ যুক্তরাজ্য প্রবাসী মুহাম্মদ শাহেদ রাহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ,
শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান কামালী, স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন , বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী , উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল হোসেন কদ্দুস কামালী, শাহারপাড়া শাহকামাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোদাব্বির হোসেন কামালী, সমাজ সেবী আবদুল মুকিত কামালী প্রমূখ।শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাজমুস সাকিব। পরে ৫ম শ্রেনী ও এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ন শতাধিক মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তির সনদ, নগদ অর্থ ও ক্রেষ্ট প্রদান করা হয়।