জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী সায়মন রহমান সবুজকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সে পৌর শহরের ইকড়ছই এলাকার জালু মিয়ার পুত্র।
বুধবার (২৩মে) সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত আসামী সায়মন রহমান সবুজকে গ্রেফতার করে। বুধবার (২৩মে) তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জ.টুডে-২৩মে ২০১৮/বিডিএন