জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর ও হেলিপ্যাড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ৩টি রেস্টুরেন্টকে ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৩ মে) জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাসুম বিল্লাহ পৌর শহরের রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হবিবনগর ও হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রির অভিযোগে রুয়েল মিয়া ফাইজা রেস্টুরেন্টে ১হাজার টাকা,
মোস্তাকিন মিয়ার আসমা রেস্টুরেন্টে ১হাজার টাকা, প্রবীন চন্দ্র দাশের ৩ভাই রেস্টুরেন্টে ১হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্যানেটারি ইন্সপ্যাক্টর মো: লতিফুল বারী, থানার এ এস আই ছাদেকুর রহমান।
জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন