রানীগঞ্জ অফিস:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ব্যাটারি চালিত টমটম শ্রমিকদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ সিএনজি অটোরিক্্রা শ্রমিক সভাপতি ফয়জুর রহমান শাহীন বাদী হয়ে জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের লালা মিয়ার ছেলে নজমুল হককে প্রধান আসামি করে ১০জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি শান্ত রাখতে বিবদমান পক্ষকে নির্দেশ দিয়েছেন।
এদিকে হামলার ঘটনায় গুরুতর আহত টমটম শ্রমিক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের শাহীন মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
উল্লেখ্য, গত ২২ মে মঙ্গলবার বিকেল ৩টায় পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের লালা মিয়ার ছেলে নজমুল হকের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত টমটম ও অটোরিক্্রা সিএনজি শ্রমিকদের উপরে হামলা চালায়।
এতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের শাহীন মিয়া (৩০), জালালপুর গ্রামের সাইদুল হক (৪৫), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মামুন মিয়া (২৫), আলীগঞ্জ সিএনজি ও টমটম স্ট্যান্ডের ম্যানেজার হাফিজ মিয়া (২৭) ও জালালপুর গ্রামের সুহেল মিয়া (২৩)সহ ২০জন আহত হন।
আহতদের মধ্যে শাহীন মিয়াকে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যান্য আহতদের স্থানীয় ইনাতগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জ.টুডে-২৪মে২০১৮/বিডিএন