জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীর সাথে একই মাদ্রাসায় পড়ুয়া অপর ছাত্রী কর্তৃক অন্যায় আচরনের বিষয় পরিবারের নিকট বিচার দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ সন্তানের জননী রুবি বেগম (২৯) আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
শুক্রবার(২৫ মে) সকাল সাড়ে ৭টায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে। হামলাকারীরা রুবি বেগমকে আহত করে তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
জানাযায়, গোতগাঁও গ্রামের জসিম উদ্দিন লেদু মিয়ার মেয়ে রুবি বেগমের শিশু কন্যা মাছুমা আক্তার স্থানীয় মা ফাতেমা মাদ্রাসায় প্রথম শ্রেনীতে লেখা পড়া করছে। একই গ্রামের আব্দুল আলার মেয়ে ইয়াছমিন বেগমও ঐ মাদ্রাসায় লেখা পড়া করছে।
জসিম উদ্দিন লেদু মিয়া জানান, প্রায় দিন আব্দুল আলার মেয়ে ইয়াছমিন বেগম আমার নাতীন মাছুমা আক্তারকে অশালিন গালি গালাজ ও মারধর করে। বিষয়টি আমার নাতীন মাছুমা আক্তার বাড়িতে এসে জানালে বৃহস্পতিবার ২৪ মে আব্দুল আলাকে মারধরের বিষয়টি জানানো হয়।
শুক্রবার(২৫ মে) সকাল সাড়ে ৭টায় জসিম উদ্দিন লেদু মিয়ার মেয়ে রুবি বেগম তার মেয়ে মাছুমা আক্তারকে মাদ্রাসায় পৌছে দিয়ে বাড়িতে আসেন। রুবি বেগম পুনরায় বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে রাস্তায় আসা মাত্র আব্দুল আলার ছেলে জুবেল মিয়া (২৫) ও সমছু মিয়া মিলে (২২) রুবি বেগমের উপর হামলা চালায়।
হামলাকারীরা রুবি বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতসহ হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। এসময় রুবি বেগমের আর্ত চিৎকারে তার বৃদ্ধ পিতা জসিম উদ্দিন লেদু মিয়াসহ আশ পাশের লোকজন ছুটে এসে রুবি বেগমকে হামলা কারীদের কবল থেকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এসে ভর্তি করান।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে গোতগাঁও গ্রামের আব্দুল আলার ছেলে জুবেল মিয়া ও সমছু মিয়া এলাকার নিরীহ লোকজনদের উপর অত্যাচারসহ সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহতভাবে চালিয়ে আসছে।
জ.টুডে-২৫ মে ২০১৮/বিডিএন