জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আলী হোসেন(২৪) ও সুনিল করকে (২৫) গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৫ মে) এস আই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর পৌর শহরে বটেরতল এলাকায় লন্ডন প্রবাসী আফরোজ হোসেনের মিনারা বাগান (১) এর বাড়ীর সামনে জগন্নাথপুর-সিলেট সড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলী হোসেন পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার আব্দুল গনীর ছেলে এবং সুনিল কর উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের মৃত সুরেশ করের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত আলী হোসেন ও সুনিল করের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার (২৬ মে) সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জ.টুডে-২৬মে ২০১৮/বিডিএন